Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবা সমুহ এবং সেবা প্রদানের প্রক্রিয়াঃ

 

সিটিজেন চার্টার

ক্রঃনং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজ পত্র এবং প্রাপ্তি স্থান সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
(নাম,পদবী, ফোন নাম্বারএবংইমেইল)
০১। তথ্য অধিকার আইনে তথ্য
 প্রদান
তথ্য অধিকার আইন ,২০০৯ অনুযায়ী তত্য প্রদানকারী কর্মকর্তার নিকট লিখিত বা ইলেকট্রনিক বা ইমেইলে সুনির্দিষ্ট তথ্যের বিষয়ে আবেদন করা হলে আইনে বর্নিত পদ্ধতি অনুসরনে চিঠিি,ইমেইল,
ওয়েবসাইটে বা ফোনে তথ্য প্রদান করা হবে।
০১। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
০২।bdlaws.minlaw.gov.bd এই লিংকে আবেদন
ফরম পাওয়া যাবে।
০৩। যুব উন্নয়ন অধিদপ্তর লক্ষ্মীপুরের সাইটে পাওয়া যাবে। www.dyd.gov.bd
০৪। www.youth.lakshmipur.gov.bd সাইটে পাওয়া যাবে।
আইনে বর্নিত ফি পরিশোধ
করতে হবে।
আইনে বর্নিত দিবসে তথ্য প্রদান করা হবে।
তথ্য দিতে পারলে ২০ দিন।
তথ্য না দিতে পারলে ১০ দিন।
জনাব জসীম উদ্দিন আহােম্মদ খান
উপপরিচালক
যুবউন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুর।
01712208723
ddlakshmipur@dyd.gov.bd