সেবার তালিকা
০১। প্রশিক্ষণঃ
যুব উন্নয়ন অধিদপ্তর লক্ষ্মীপুরে প্রশিক্ষণ সমূহঃ
ক্রমিক নং |
প্রশিক্ষণ ট্রেডের নাম
|
কোর্সের মেয়াদ | আসনসংখ্যা ও যোগ্যতা | যাতায়াত ভাতা | আবাসিক সুবিধা | আবেদন গ্রহনের শেষ সময় |
০১ | পোশাক তৈরী প্রশিক্ষণ | ০৩ মাস | ২৫ জন। নুনতম অষ্টম শ্রেনী পাস। | দৈনিক একশত টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। | অনাবাসিক | ২০ জুন, ২০ সেপ্টেম্বর, ২০ ডিসেম্বর, ২০মার্চ এর
মধ্যে। |
০২ | ইলেকট্রনিক্স প্রশিক্ষণ | ০৬ মাস | ৩০ জন। নুনতম অষ্টম শ্রেনী পাস। | দৈনিক একশত টাকা হারে যাতায়াত ভাতা পাবেন | অনাবাসিক | ২০জুন এবং ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। |
০৩ | ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং | ০৬ মাস | ৩০ জন। নুন্যতম অষ্টম শ্রেনী পাস | দৈনিক একশত টাকা হারে যাতায়াত ভাতা পাবেন | অনাবাসিক | ২০জুন এবং ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। |
০৪ | রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং | ০৬ মাস | ৩০ জন। নুন্যতম অষ্টম শ্রেনী পাস | দৈনিক একশত টাকা হারে যাতায়াত ভাতা পাবেন | অনাবাসিক | ২০জুন এবং ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। |
০৫ | বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ | ০৬ মাস | ৭০ জন। নুন্যতম এইসিএস,সি পাস | --ভাতা নাই
|
অনাবাসিক | ২০জুন এবং ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। |
০৬ | মৎস্য চাষ | ০১মাস | ৩০ জন। নুন্যতম অষ্টম শ্রেনী পাস | দৈনিক একশত টাকা হারে যাতায়াত ভাতা পাবেন | অনাবাসিক | বছরের যেকোনো সময়। |
চাহিদার ভিত্তিতে প্রশিক্ষণ সমূহঃ
|
||||||
০১ | মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং বিষয়ক প্রশিক্ষণ | ০১মাস | ২০ জন। নুন্যতম অষ্টম শ্রেনী পাস | উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি ১৫০/- (প্রতিদিন)
|
আবাসিক | প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক |
০২ | বিউটিফিকেশন প্রশিক্ষণ |
|
২০ জন। নুন্যতম অষ্টম শ্রেনী পাস | ভাতা পাবেন | অনাবাসিক | প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক |
০৩ | ব্লকবাটিক প্রশিক্ষণ |
|
২০ জন। নুন্যতম অষ্টম শ্রেনী পাস | ভাতা পাবেন | অনাবাসিক | প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক |
০৪ | ফ্রিল্যান্সিং এন্ড আইটসোর্সিং প্রশিক্ষণ |
|
২০ জন। নুন্যতম অষ্টম শ্রেনী পাস | ভাতা পাবেন | অনাবাসিক | প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক |
০৫ | ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং ও সোলার সিস্টেম প্রশিক্ষণ কোর্স |
|
৩০ জনা।নুন্যতম অষ্টম শ্রেনী পাস | ভাতা পাবে |
অনাবাসিক |
প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক |
০২। ঋণ কার্যক্রমঃ
ক) অপ্রাতিষ্ঠানিক - ৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা।
খ) প্রাতিষ্ঠানিক - ৬০,০০০ টাকা থেকে ১০০,০০০ টাকা।
গ) পরিবার ভিত্তিক - ৫জন করে ৮টি গ্রুপ গঠনের মাধ্যমে ঋণ প্রদান করা হয়।
১ম ধাপে- ১২,০০০/- (জনপ্রতি)
২য় ধাপে - ১৬,০০০/- (জনপ্রতি)
৩য় ধাপে - ২০,০০০/- (জনপ্রতি)
সর্বোচ্চ ৩ দফা।
০৩। সেচ্ছাসেবী সংগঠনের রেজিস্ট্রেশনঃ
সেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্যাদির টপলিস্ট নিচে দেওয়া আছে। সরাসরি যোগাযোগের জন্য নিটকবর্তী সংস্লিস্ট কোন অফিসে যোগাযোগ করা যেতেপারে। যেমনঃ উপজেলা অফিস, জেলা অফিস, পূর্বে রেজিষ্ট্রেশন কৃত কোন যুব সংগঠন।
|
০৪। আত্মকর্মী সহায়তাঃ
প্রতি বছর যুব ক্যাল্যান তহবিল থেকে অনুদান দেওয়া হয়। যেমনঃ শেখ হাসিনা ইয়ূফ ভল্যান্টিয়ার এ্যাওয়ার্ড,
০৫। উদ্দ্যোক্তা সহায়তাঃ
প্রতি বছর যুব ক্যাল্যান তহবিল থেকে অনুদান দেওয়া হয়।
০৬। ইমপ্যাক্ট প্রকল্পঃ
এই প্রকল্পের মাধ্যামে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনবলকে জালানি ও বিদুৎ এর চাহিদা মেটাচ্ছে সাথে মুলধন বিনিয়োগে লাভবান হচ্ছে।০৭। যানবাহান চালনা প্রকল্পঃ
৪০.০০০ হাজার দক্ষ ড্রাইভার তৈরী করা এবং আর্তসামজিক উন্নয়ন, এই প্রকল্পের মুল উদ্দ্যেশ্য
প্রতি মাসে এই প্রষিক্ষণটি হয়ে থাকে।
বছরে ৩ বার বিজ্ঞপ্তি প্রদান করা হয়। প্রতিবারে ৪ব্যাচ করে নেওয়া হয়।
প্রশিক্ষণটি সম্পুর্ন ফ্রি।
প্রতিদিন উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি ১৫০ টাকা ভাতা প্রদান করা হয়।
বালাদেশর নাগরিক হতে হবে
বয়স ২১ বছর হতে হবেে
আইডি কার্ড থাকতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস