পারবারিক ঐতিহ্য রক্ষাসহ মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রীতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রধান্য দিয়ে স্বীয় পরিবেশ স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচী পালিত হয়ে আসছে। কর্মসূচীর আওতায় ৫ জন সদস্যকে নিয়ে ০১টি গ্রুপ এবং ০৮ থেকে ১০টি গ্রুপ নিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি গ্রুপে এক জন গ্রুপ প্রধান এবং প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র প্রধান থাকেন। কেন্দ্রের প্রতি সদস্য ১ম দফায় ৮,০০০/- টাকা ২য় দফা ১০,০০০/- টাকা ৩য় দফা ১২,০০০/-টাকা ৪র্থ দফা ১৪,০০০/- এবং ৫ম দফা ১৬,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে। সকল ঋণ পরিশোধকারী প্রতি গ্রুপ/পরিবারের এক জনকে প্রয়োজনে মাত্র একবার ৩০,০০০/- টাকা থেকে ৫০,০০০/- টাকা পর্যন্ত এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ক্রমহ্রাসমান হারে ৫% যা ঋণ পরিশোধের পর শেষ ২ কিস্তিতে পরিশোধ যোগ্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS